3rd, June, 2023, 1:14 am

ফেন্সিডিলসহ আটক ২

রাজশাহী প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে রহনপুর পৌর নুনগোলা মহল্লার লুৎফর রহমান লুথুর বাড়িতে অভিযান চালিয়ে ১৯ বোতল ফেন্সিডিলসহ তদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, লুৎফর রহমান লুথুর ছেলে মুনসুর (২১) ও পৌত্র ফারহাদ (২০)। রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল মালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই সোহরাব হোসেনের নেতৃত্বে পুলিশ ওই মহল্লার লুথুর বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে মুনসুর (২১) ও পৌত্র ফারহাদ (২০) কে ১৯ বোতল ফেন্সিডিলসহ আটক করে। তবে অভিযুক্ত তরিকুল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় একটি মামলা হয়েছে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please