3rd, October, 2023, 6:17 am

ফুচকা বানাচ্ছেন ধোনি

ডেস্ক সংবাদ : ধোনি জাতীয় দলে কবে ফিরবেন? আদৌ কি ফিরবেন? বিশ্বকাপে কি তাঁকে আর দেখা যাবে? সে সব প্রশ্নের উত্তর এখনো কেউ জানে না। ক্রিকেট না খেললেও, সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে ধোনি কিন্তু নিজের উপস্থিতি বেশ জানান দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত মহেন্দ্র সিং ধোনি ভারতীয় দলের বাইরে গত বিশ্বকাপের থেকে। শুধু জাতীয় দল নয়, ক্রিকেটের মধ্যেই নেই ৩৮ বছর বয়সী এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। অনির্দিষ্টকালের জন্য ছুটিতে চলে যাওয়ার পর থেকে তাঁকে নিয়ে সবচেয়ে বেশি উচ্চারিত প্রশ্ন ছিলÑধোনি অবসর নেবেন কবে? এ নিয়ে ধোনি নিজে যেমন সরাসরি কোনো জবাব দেননি, তেমনি ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) মুখে কুলুপ এঁটে ছিল। এর মধ্যেই গত বছরের অক্টোবর থেকে এ বছরের সেপ্টেম্বর মেয়াদে বার্ষিক চুক্তিতে ধোনিকে রাখেনি বিসিসিআই। খেলা থেকে দূরে থেকে ধোনি যে একদম বসে আছেন, তাও কিন্তু নয়। এই যেমন সেদিন দেখা গেল, সতীর্থ ও বন্ধুবান্ধবদের জন্য ফুচকা বানাচ্ছেন তিনি! ক্রিকেট না খেললেও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর কল্যাণে প্রায়ই ধোনিকে দেখা যায়। হয়তো মেয়ে জিভার সঙ্গে খুনসুটি করছেন, কিংবা গান করছেন, কিংবা কোনো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দিচ্ছেন। সেসব ভিডিও হয় ধোনির স্ত্রী সাক্ষী, না হয় কোনো ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে দেন। মোদ্দা কথা হলো, ক্রিকেট মাঠ থেকে দূরে থাকলেও, বসে নেই ধোনি। এরইমধ্যে সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে, সতীর্থদের জন্য ফুচকা বানিয়ে দিচ্ছেন সাবেক এই অধিনায়ক! ঘটনাটা ঘটেছে মালদ্বীপে। যেখানে সম্প্রতি ছুটি কাটাতে গেছেন ধোনিরা। দেখা গেল, একটা ফুচকার দোকানে নিমগ্ন চিত্তে ফুচকা বানিয়ে চলেছেন ধোনি। পাশে সে দোকানের ফুচকা বিক্রেতাও রয়েছেন, উল্টোদিকে দাঁড়িয়ে আছেন সাবেক সতীর্থ ও ভারত দলের সাবেক পেসার রূদ্রপ্রতাপ সিং ও লেগ স্পিনার পীযূষ চাওলা। পীযূষ আবার এবারের আইপিএলে ধোনির ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের হয়েই খেলবেন। ফুচকা বানানোর পর একে একে রূদ্রপ্রতাপ আর পীযূষের পাতে পরিবেশন করছেন ধোনি নিজেই। নিজের সাবেক অধিনায়কের বানানো ফুচকা পেয়ে সঙ্গে সঙ্গে পেটে চালান করে দিলেন রূদ্রপ্রতাপ, আর তা দেখে সন্তুষ্টির হাসি দেখা গেল ধোনির মুখে! ভিডিওটা বেশ আলোড়ন সৃষ্টি করেছে ধোনিভক্তদের মাঝে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please