8th, December, 2023, 3:46 pm

ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লকডাউন

রংপুর প্রতিনিধি : করোনাভাইরাসের সংক্রমণ রোধ ও গ্রাহকদের সুরক্ষায় ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেড রংপুর শাখা লকডাউন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে রংপুর সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ ওই ব্যাংকের শাখাটিতে লাল পতাকা উত্তোলন করে লকডাউন ঘোষণা করেন। রংপুরের ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক শাখায় কর্মরত চারজন করোনা আক্রান্ত রোগী হিসাবে শনাক্ত হয়েছে। একারণে ওই শাখার গ্রাহকসহ কর্মরত সকলের সুরক্ষা ও করোনা সংক্রমণ ঝুঁকি রোধে লকডাউন করা হয়েছে বলে জানান সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান তাজ। লকডাউনের বিষয়টি নিশ্চিত করে ব্যাংক ব্যবস্থাপক শীষ মোহাম্মদ আবু হানিফা জানান, ইতোমধ্যে শাখাটির চারজন করোনাভাইরাসে সংক্রামিত হয়েছেন। আরও সাত কর্মকর্তা-কর্মচারীর দেহে এই ভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে। বৃহস্পতিবার ব্যাংকটির প্রধান শাখার ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে রংপুর শাখাটি লকডাউন করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শাখায় লেনদেনসহ সব কার্যক্রম বন্ধ থাকবে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please