ডেস্ক সংবাদ : করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৪০ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৬ হাজার ৮৫৪ জনে দাঁড়ালো। যা প্রথম বিশ্বযুদ্ধে দেশটির মৃত্যুর সংখ্যার চেয়ে বেশি। প্রথম বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের ১ লাখ ১৬ হাজার ৫১৬ সেনার প্রাণহানি ঘটে। বিগত দুই দিন ধরে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৪শ’র নিচে নামলেও নতুন করে সে সংখ্যা আবার বাড়ল। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুসারে দেশটিতে গত একদিনে নতুন করে আরও ২৩ হাজার ৩৫১ জন আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২১ লাখ ছাড়ালো। করোনায় বিশ্বে আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে অবস্থান যুক্তরাষ্ট্রের।