পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তির টাকার চেক বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে। করোনায় যখন বিপর্যস্ত জীবন ও জীবিকা,তখন চাটমোহর উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রতিবন্ধীদের প্রদত্ত সেবা বাড়ি বাড়ি গিয়ে ঘরের দরজায় গিয়ে পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিম। উপজেলার ৯৪ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর ৪ লাখ ৭০ হাজার টাকা প্রতিটি শিক্ষার্থীর বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। এ ছাড়া বিধাব ভাতা,বয়স্ক ভাতা,প্রতিবন্ধী ভাতা,অনগ্রসর জনগোষ্ঠির ভাতা ব্যাংকের মাধ্যমে যথাসময়ে প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জানা গেছে,এ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে পড়-য়া ৪৭ জন প্রতিবন্ধীর প্রত্যেককে ৪ হাজার ৫শ’ টাকা করে,মাধ্যমিক বিদ্যালয়ে পড়-য়া ২৮ জনকে ৪ হাজার ৮শ’ টাকা করে,উচ্চ মাধ্যমিকে পড়-য়া ১০ জনকে ৫ হাজার ৪শ’ টাকা করে এবং উচ্চতরের ৯ জনকে ৭ হাজার ৮শ’টাকা করে প্রাপ্য চেক বাড়ি বাড়ি গিয়ে প্রদান করা হচ্ছে। এদিকে,করোনাকালীন সময়ে বিভিন্ন ভাতাভোগীরা সঠিক সময়ে তাদের প্রাপ্য ভাতা স্থানীয় ব্যাংক থেকে গ্রহণ করছেন বলে জানিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিম। তিনি জানান,এ উপজেলায় ৮ হাজার ১৬ জন বয়স্কদের বয়স্ক ভাতা হিসেবে ১২ লাখ ৪৫ হাজার টাকা,৪ হাজার ১১৪ জন বিধবাকে বিধাব ভাতা হিসেবে ৬১ লাখ ৭ হাজার ৫৫০ টাকা,১ হাজার ৮৪০ জন প্রতিবন্ধীকে প্রতিবন্ধী ভাতা হিসেবে ৪১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা,অনগ্রসর জনগোষ্ঠির ৮৭ জনকে ২ লাখ ৬১ হাজার ১শ’ টাকা প্রদানের উদ্যোগ নিয়ে তা বিতরণ করা হচ্ছে। এসকল খাতে মোট টাকার পরিমাণ ২ কোটি ২৬ লাখ ২৮ হাজার ২৫০ টাকা। অনেককেই ইতোমধ্যে ভাতার টাকা প্রদান করা হয়েছে। ব্যাংকের মাধ্যমে ভাতার টাকা প্রদান অব্যাহত রয়েছে। সমাজসেবা কর্মকর্তা জানান,সরকার তার গৃহিত কার্যক্রম দ্বারা করোনায় জনগণের কষ্ট লাঘবের চেষ্টা চালাচ্ছে। চাটমোহর উপজেলা সমাজসেবা কার্যালয় সরকারের গৃহিত কার্যক্রম বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে।
Leave a Reply