3rd, June, 2023, 12:25 am

প্রতিবন্ধী রনির লাশ মিললো ম্যানহোলে

রাজধানী মিরপুরের পাইকপাড়ায় সরকারি কোয়ার্টারের ম্যানহোল থেকে প্রতিবন্ধী রনির (২১) মরদেহ উদ্ধার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। রোববার সকালে কোয়ার্টারের ৫ নম্বর বিল্ডিংয়ের পাশে শিশুরা খেলতে গিয়ে ম্যানহোলে মরদেহ দেখতে পায়। এরপর খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়র্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতের ছোট ভাই আরিফ  জানান, তিন ভাই ও এক বোনের মধ্যে রনি ছিল মেজো। জন্ম থেকেই সে প্রতিবন্ধী। আরিফ বলেন, আমার মা মিরপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে ৩১ বছর ধরে ঝাড়ুদারের চাকরি করেন। বাবা মারা গেছেন ১২ বছর আগে। আমরা সবাই কল্যাণপুর পোড়া বস্তিতে থাকি। প্রতিদিনের মতো গত ১৩ নভেম্বর (বুধবার) মায়ের সাথে স্কুলে যায় রনি। কিন্তু বিকেল থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। আমরা মাইকিং করেছি, ফেসবুকে ছবি দিয়েছি কোথাও তাকে খুঁজে পাইনি। তিনি আরও বলেন, পরে আজ (রোববার) বেলা সাড়ে ১১টায় আমাদের কাছে খবর আসে তার মরদেহ ম্যানহোলে পড়ে আছে। তার শরীর ফুলে পচে গিয়েছিল। রনিদের প্রতিবেশী রুহুল জানান, সে বাসা ও স্কুল ছাড়া কিছুই চেনে না। তার গায়ে কেউ হাত দিলে সাথে সাথে শরীরে কাঁপুনি শুরু হয়। গত বুধবার সে নিখোঁজ হয়। নিহতের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানার লাউখোলা গ্রামে। ওই গ্রামের মৃত জহিরের ছেলে সে। এ বিষয়ে জানতে চাইলে মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম  বলেন, সকালে আমাকে থানা থেকে ফোন দিয়ে জানানো হয় পাইকপাড়া ম্যানহোলে একটি মরদেহ পড়ে আছে। আমি ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। মরদেহবেশ কয়েকদিন ধরে এখানে পড়ে থাকায় পচে গেছে। এরপর সুরতহাল শেষে শহীদ সোহরাওয়র্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (১৪০৫) করা হয়েছে। এছাড়া একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please