-
- সারাদেশ
- প্যানেল মেয়র মন্টুর সবজি বিতরণ
- আপডেট সময় : April, 18, 2020, 3:13 pm
- 225 View
উপজেলা প্রতিনিধি শার্শা যশোর: যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের নির্দেশনা অনুযায়ী বেনাপোল পৌরসভা এলাকায় চাউল ডাউল বিতরণের পাশাপাশি চলছে কাঁচা সবজি বিতরণ। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালের দিকে দুর্গাপুর ও নামাজগ্রাম বাসির মধ্যে এই সবজি বিতরন করা হয়েছে।
পৌরসভার ২ নং ওয়ার্ডে প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু নিজ অর্থায়নে এ সবজি বিতরন করেন। ২ নং ওয়ার্ডের দর্গাপুর গ্রামে ২১০ টি পরিবারের মধ্যে এবং নামাজগ্রামে ১০০ টি পরিবারের মধ্যে আজ সবজি বিতরণ করেন। প্যানেল মেয়র সাহাবুদ্দিন আহমেদ মন্টুকে সাহায্য করেন যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা
More News Of This Category