নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভায় নতুন কোন কর আরোপ ছাড়াই ২০২০-২০২১ অর্থ বছরের ৪৪ কোটি ৭৮ লাখ ৫৪ হাজার ১৬০ টাকার উদ্বৃত্ত বাজেট পেশ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেয়র অধ্যাপক কেএম জাকির হোসেন এ বাজেট পেশ করেন। বাজেটে রাজস্ব খাতে চার কোটি ৩৭ লাখ ৩৪ হাজার ১৬০ টাকা আয় ও তিন কোটি ৮০ লাখ ৬৯ হাজার ২৯৫ টাকা ব্যয় ধরা হয়েছে। উন্নয়ন খাতে ৪০ কোটি ৪১ লাখ ২০ হাজার টাকা আয় ও ৪০ কোটি ৪১ লাখ দশ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়া উদ্বৃত্ত ধরা হয়েছে ৫৬ লাখ ৭৪ হাজার ৮৬৫ টাকা। অনুষ্ঠানে সচিব আব্দুল হাই, সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন ও হিসাবরক্ষক মামুনুর রশীদ বক্তব্য রাখেন। সভায় সকল ওয়ার্ড কাউন্সিলর ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বাজেটে নারীর ক্ষমতায়ন ও দুস্থ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এঅচ ও চজঅচ বাস্তবায়ন, উন্নত যোগাযোগ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, বৃক্ষরোপণ ও মশক নিধনসহ সড়ক বাতি সম্প্রসারণকে অগ্রাধিকার দেয়া হয়েছে।