রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ১৯ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
আক্রান্তরা হলেন, রংপুর পুলিশ লাইন্সের ৫ জন পুলিশ সদস্য, ধাপ পুলিশ ফাঁড়ির ২ জন পুলিশ সদস্য, নগরীর খটখটিয়া এলাকার এক পুরুষ (৪০), এক নারী (৩০), কুকরুল এলাকা এক যুবক (২৫), কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার এক কিশোরী (১৬)। এনিয়ে রংপুর জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১৩ জনে। এছাড়া কুড়িগ্রামের সদর কাঁঠালবাড়ি এলাকার এক বৃদ্ধা (৮০), এক পুরুষ (৫২), এক নারী (৩০), এক শিশু (৫), কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের এক নার্স (২৮), এক কর্মচারী (৩০), ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক (২৯) ও এক কর্মচারী (২৩)। শনিবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে এ ১৯ জন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।