22nd, September, 2023, 6:31 am

পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত ২

নওগা প্রতিনিধি : বৃহস্পতিবার ভোরে নওগাঁর পত্নীতলা ও আত্রাইয়ে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে জাহিদুল ইসলাম ওরফে জাইদুল (৩৮) ও মিনহাজুল ইসলাম ওরফে মিন্টু শিকদার (৩৬) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহত জাইদুল পত্নীতলা উপজেলার বালুঘা গ্রামের মৃত রফাত উল্লাহর ছেলে এবং মিন্টু আত্রাই উপজেলার ভর তেতুঁলিয়া গ্রামের আবদুর রহমানের ছেলে। পত্নীতলা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বলেন, উপজেলার দিবর ইউনিয়নের দিবর এলাকায় রাত আড়াইটায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীর বন্দুকযুদ্ধে জাহিদুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী নিহত হন। এ সময় ঘটনাস্থল থেকে একটি শুটারগান, দুই রাউন্ড গুলি, চারটি হাসুয়া, ৯৫০ পিস ইয়াবা ও ৬৫ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। নিহত জাহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় কমপক্ষে ১২টি মামলা রয়েছে। আত্রাই থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন জানান, উপজেলার তিলাবাদুরি এলাকায় রাত ৩ টায় থানা পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীর বন্দুকযুদ্ধে মিনহাজুল ইসলাম ওরফে মিন্টু শিকদার নিহত হন। এ সময় একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিন উদ্ধার করা হয়। এতে চার পুলিশ সদস্য আহত হন। নিহত মাদক ব্যবসায়ী ও আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। সে নিষিদ্ধ ঘোষিত সর্বহারা গ্রুপের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please