গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবু হানিফ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত যুবক মাদক ব্যবসায়ী ছিলেন। বৃহস্পতিবার ভোরে মৌচাক ইউনিয়নের হাবিবপুর এলাকায় বন্দুকযুদ্ধ হয়। নিহত হানিফ হাবিবপুর এলাকার কাঞ্চন শিকদারের ছেলে। তার বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মাদক, নারী নির্যাতন ও ডাকাতিসহ অন্তত ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ জানান, হানিফের কাছে অবৈধ অস্ত্র রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে হাবিবপুর এলাকায় পুলিশ অভিযান চালায়। এ সময় হানিফ ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এ সময় ঘটনাস্থলেই হানিফ মারা যান। এই ঘটনায় কালিয়াকৈর থানার উপপরিদর্শক মাহবুব হোসেন, সহকারী উপপরিদর্শক সুলতান ও আরও দুই কনস্টেবল আহত হন। আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান, হানিফের বিরুদ্ধে ১০-১২টি মাদক, নারী নির্যাতনসহ নানা অভিযোগে মামলা রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।