31st, May, 2023, 12:20 am

 পুলিশকে পাশে চায় টিসিবি

নিজস্ব প্রতিবেদক : নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য সহনীয় রাখার লক্ষ্যে ঢাকাসহ সারা দেশে খোলাবাজারে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ঢাকায় এ কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য পুলিশের সহযোগিতা চেয়েছে টিসিবি। ঢাকা মেট্টোপলিটন পুলিশের কমিশনারের নিকট সোমবার টিসিবির যুগ্ম-সচিব মইনউদ্দিন স্বাক্ষরিত পাঠানো চিঠিতে বলা হয়েছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য সহনীয় রাখার লক্ষ্যে সরকারি নির্দেশে ঢাকা মহানগরীতে ৫০টি জনবহুল ও গুরুত্বপূর্ণ স্থানে টিসিবির ডিলারদের ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হচ্ছে। এসব পণ্যে মধ্যের রয়েছে চিনি, মশুর ডাল, বোতলজাত সয়াবিন তেল ও পেঁয়াজ। ভ্রাম্যমান ট্রাকসেলের কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য ঢাকা মহানগরীর সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সার্জেন্টদের সার্বিক সহযোগিতা প্রদানের প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

Leave a Reply

Your email address will not be published.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please