শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় গর্তের পানিতে ডুবে আরাফাত নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার নকলা ইউনিয়নের ধুকুড়িয়া গ্রামের মো. আরিফ মিয়ার ছেলে। আরাফাত এক ভাই ও এক বোনের মধ্যে ছোট। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (১ জুন) সন্ধ্যার পূর্ব মুহুর্তে বৃষ্টি শুরু হলে বাড়ির সকলেই নিজ নিজ ঘরে অবস্থান করেন। বৃষ্টি থামার পরই আরাফাত সবার অজান্তে বসতঘরের পাশে থাকা গর্তের পানিতে ডুবে যায়। এদিকে আরাফাতকে সম্ভাব্য জায়গায় খোঁজে নাপেয়ে আরাফাতের মা-বাবা ও বাড়ির অন্যান্যরা খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে গর্তের পানিতে আরাফাতের দেহ ভাসতে দেখে এবং মৃত অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়। নিহতের বাবা আরিফ মিয়া ও চাচা আবু সাঈদ ছানুয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।