যশোর প্রতিনিধি : আজ মঙ্গলবার সকালে কেশবপুরের মাদারডাঙ্গা গ্রামে আমেনা নামে দেড় বছর বয়সের এক শিশু পুকুরের পানিতে ডুকে মৃত্যু বরণ করেছে। আমেনা উপজেলার মান্দারডাঙ্গা গ্রামের আভু জাফর সিদ্দিকীর কন্যা। সকালে তার মা ধান নাড়তে গেলে শিশুটি অসাবধানতা বশতঃ বাড়ির পাশের্ পুকুরে পড়ে যায়।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।