4th, October, 2023, 10:52 pm

পাট বীজ উৎপাদনে সাফল্য ফরিদপুরের চাষিদের

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে এই প্রথম বাংলাদেশের বিজ্ঞানিদের উদ্ভাবিত উন্নত জাতের উচ্চ ফলন শীল বিজেআরআই তোষা পাট-৮ (রবি-১) পাট বীজ উৎপাদন করে সাফল্য পেয়েছে চাষিরা। অল্প খরচে ও অল্প সময়ে পাট বীজের উৎপাদন করেছে চাষিরা। বীজের বাম্পার ফলনে খুশি তারা। আর পাট বীজ উৎপাদনে সহযোগিতা করছে ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি বিভাগ বলছে বীজের উৎপাদন অব্যহত থাকলে আগামী ২/৩বছরের মধ্যে আমরা নিজেদের উৎপাদিত বীজ দিয়েই নিজেদের চাহিদা পুরন করতে পারব। বৈচিত্রময় ফসল উৎপাদনের জেলা ফরিদপুর। এই জেলার চাষিরা সবসময়ই ব্যতিক্রময় ফসল উৎপাদন করে দেশের অর্থনেতিক উন্নয়নে ভূমিকা রাখছে। ঠিক তেমনি চলতি বছর পাট বীজ উৎপাদন করে সাড়া ফেলেছে এ জেলার চাষিরা। বীজ উৎপাদনের ধারাবাহিকতা অব্যহত থাকলে আগামীতে অন্যদেশ থেকে আর পাট বীজ আমদানি করতে হবেনা। চলতি মৌসুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে সদর উপজেলার ৩০ জন চাষি তাদের উচু জমিতে অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে উন্নত জাতের উচ্চ ফলন শীল বিজেআরআই তোষা পাট-৮ (রবি-১) পাট বীজ বপন করেন। বীজ বপনের পর থেকে সামান্য পরিচর্যা ও পরিমিত সার প্রয়োগ করে বীজ উৎপাদনে সক্ষম হয়েছে তারা। চাষিদের ক্ষেতে এখন বীজ পেকে সোনালী রং ধারণ করেছে। কিছু কিছু চাষি ক্ষেত থেকে বীজ সংগ্রহের কাজে ব্যস্ত সময় পার করছেন। পাট বীজ উ]পাদনকারী চাষিরা বলেন, কৃষি অফিসের পরামর্শনিয়ে এই প্রথম আমরা পাট বীজ উৎপাদন করেছি। আমরা এতোদিন ইন্ডিয়ার বীজ দিয়ে পাট উৎপাদন করেছি। অনেক সময় বীজ ভাল ভাবে গজায়নি। পাটও ভাল হয়নি। আর সেজন্যই আমরা এখন নিজেরাই বীজ উৎপাদন করছি। নিজেদের উৎপাদিত বীজ দিয়েই পাট উৎপাদন করব। বীজ উৎপাদন করে আমরা লাভবান। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. আনোয়ার হোসেন বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় ফরিদপুর সদর উপজেলার চাষিরা পাট বীজ উৎপাদন করে সাফল্য পেয়েছে। পাট বীজ চাষিদের আমরা নিয়মিত কৃষক মাঠ স্কুলের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেছি। আর বীজ উৎপাদন করে সাফল্যও পেয়েছে চাষিরা। চলতি বছর জেলার ৩০জন চাষি এক থেকে দেড় টন পাট বীজ উৎপাদন করতে সক্ষম হয়েছে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please