নিজেস্ব প্রতিনিধি : করোনার প্রভাবে রাজধানী মিরপুর পল্লবীর ঘরবন্দী শত শত মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এলেন মরহুম আব্দুর সালাম মোড়ল এর বড় ছেলে শাহ সিদ্দিক আলমগীর মোড়ল টফিক। আজ ২ এপ্রিল মোড়ল পরিবারের পক্ষ থেকে টফিক এই ত্রান বিতরণ করেন। প্রতিটি পরিবারের সদস্যদের চাল,ডাল,তেল,সাবানসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদ্রি দেওয়া হয়। এ সময় টফিক ত্রান নিতে আসা সকলকে করোনায় ঘরে থাকার আহ্ববান জানিয়ে সকলকে সচেতন থাকতে অনুরোধ করেন। টফিক আরো জানান শুধুমাত্র এই সংঙ্কটময় পরিস্থিতেই নয় পল্লবী ডি ব্লকে তাদের লাল ডেগ এর উদ্দ্যোগে এই কার্যক্রম বিগত কয়েক যুগ ধরেই চলে আসছে। যেটি চালু করেছিল তাদের দাদা মরহুম শাহ সুফি আলহ্বাজ হামিদ মোড়ল।