4th, October, 2023, 9:48 pm

পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে মহিলাসহ তিনজন শ্রীঘরে

নিজেস্ব প্রতিবেদক : উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামের প্রথম বর্ষের পরীক্ষায় (বডি চেঞ্জ করে) প্রক্সি দিতে এসে গ্রেফতার হয়েছে ফাহিমা (১৯), মোঃ অলিউল্লাহ (৩২) ও মো. ফারুক (২৩)। এদের প্রত্যেককে ভ্রাম্যামান আদালত এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। শুক্রবার ১০টায় কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত এ দন্ডাদেশ দিয়েছেন। কেন্দ্র অধিকর্তা মোঃ খলিলুর রহমান জানান, উম্মুক্ত এসএসসির প্রথম বর্ষের তৃতীয় দিনে গণিত পরীক্ষা ছিল। প্রক্সি দেয়া দন্ডিত ফাহিমার বাড়ি দিগর বালিয়াতলী, ফারুকের বাড়ি দিয়ার আমখোলা এবং অলিউল্লাহর বাড়ি পটুয়াখালীর সদর থানায়। এরা ওই কেন্দ্রের পরীক্ষার্থী নয়া মিশ্রিপাড়া গ্রামের নুরুন্নাহার বেগম, মহিপুরের সাইফুদ্দিন আল মামুন এবং তিতকাটা গ্রামের আবুল বাশারের বদলে প্রক্সি দিচ্ছিল। কেন্দ্রে মোট ৪৪জন পরীক্ষার্থী থাকলেও এর আগে দুই পরীক্ষার্থীকে অসাদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please