ডেস্ক সংবাদ : লাদাখ সীমান্তে সহিংসতা ও মৃত্যুর ঘটনায় পরস্পর পরস্পরকে দুষছে চীন ও ভারত। এ সহিংসতায় অন্তত ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, সংঘর্ষে দুই দেশের সেনাই হতাহত হয়েছে। তবে হতাহতের সংখ্যা এখনো জানায়নি চীন। বুধবার (১৭ জুন) বিবিসি এ তথ্য জানায়। এদিকে মঙ্গলবারের (১৬ জুন) সংঘর্ষে কোনো গুলি বিনিময় হয়নি। সেনাদের মধ্যে পাথর ও রড দিয়ে মারামারি হয়েছে বলে জানানো হয়। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, দায়িত্ব পালন করতে গিয়ে তাদের কয়েকজন সেনা গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৫ জুন) লাদাখে চীন ও ভারতের মধ্যে যে সংঘর্ষ বাধে, সেটি গত ৪৫ বছরের মধ্যে সীমান্তে প্রথম মারাত্মক সংঘর্ষ। ভারতের অভিযোগ, চীন এ সংঘর্ষের সূত্রপাত করেছে। অন্যদিকে বেইজিংয়ের অভিযোগ, চীনা সেনাদের ওপর হামলা করেছে ভারতীয় সেনারা। পরে উত্তেজনা প্রশমিত করতে দুই দেশের সেনাদের মধ্যে বৈঠক হয়। ১৯৭৫ সালের পর এই প্রথম চীন ও ভারতের মধ্যে প্রাণহানির মতো এমন সংঘর্ষের ঘটনা ঘটলো। ১৯৬২ সালে সীমান্ত বিরোধ নিয়ে দুই দেশের মধ্যে সংক্ষিপ্ত যুদ্ধ হয়।