8th, December, 2023, 4:05 pm

নারী ক্রিকেটারদের পাশে বিসিবি

ডেস্ক সংবাদ : মহামারী করোনা ভাইরাসের কারণে থমকে আছে বিশ্বের সব ধরনের ক্রীড়া আসর। এমন পরিস্থিতিতে বাংলাদেশেও আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটসহ পুরো সব ধরনের আসরই স্থগিত রয়েছে। দীর্ঘদিন মাঠে খেলা না থাকায় দেশের ক্রিকেটারদের আর্থিক সহযোগিতার হাত বাড়িয়েছে বিসিবি। পুরুষ ক্রিকেটারদের পাশাপাশি এবার নারী ক্রিকেটারদেরও সহযোগিতা করছে বিসিবি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নারী ক্রিকেটারদের আর্থিক সহযোগিতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। ২০১৮-১৯ মৌসুমে যারা জাতীয় ক্রিকেট লিগ খেলেছেন এবং ২০১৯-২০ মৌসুমের জাতীয় ক্রিকেট লিগ সিলেকশন ক্যাম্পে থাকা নারী ক্রিকেটারদের এককালীন ২০ হাজার টাকার দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিবি। জাতীয় ক্রিকেট লিগ নারী ক্রিকেটারদের আয়ের অন্যতম একটি বড় উৎস। কিন্তু করোনার কারণে সব ধরনের ক্রিকেট আপাতত স্থগিত রয়েছে। তাই ক্রিকেটাররা যাতে আর্থিক সমস্যার মধ্যে না পড়ে সে জন্যই বিসিবি আর্থিক সহযোগিতা দিচ্ছে। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘পুরুষ ক্রিকেটারদের মতো নারী ক্রিকেটাররাও আয়ের জন্য ঘরোয়া লিগগুলোর দিকে তাকিয়ে থাকে। নারী ক্রিকেটারদের একটা ক্যাম্প চলছিল। কিন্তু করোনা ভাইরাস আতঙ্কের কারণে বাধ্য হয়েই আপাতত ক্রিকেট থেকে দূরে আছে তারা। তাই তাদের সাহায্যের প্রয়োজন।’ এর আগে চুক্তির বাইরে থাকা ঘরোয়া লিগ খেলা ৯১ জন পুরুষ ক্রিকেটারদের এককালীন ৩০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেয় বিসিবি।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please