নারায়ণগঞ্জ প্রতিনিধি: আজ নতুন করে নারায়ণগঞ্জে ৩২ জনের করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে নারায়ণগঞ্জ জেলায় করোনা ভাইরাসের রোগীর সংখ্যা ৫ হাজার ৩২৩ জন। আজ রোববার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। জেলা করোনা বিষয়ক ফোকাল পারসন নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪১ জনের। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩২ জনের। আইসোলেশনে থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৯৩৯ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬ হাজার ৪৯৩ জনের।নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সিটি এলাকায় করোনা ভাইরাসের সংক্রমণে মারা গেছেন ৬১ জন, করোনায় সংক্রমিত হয়েছেন এক হাজার ৮৭৩ জন, নমুনা সংগ্রহ করা হয়েছে ৮ হাজার ৫৯ জনের। আইসোলেশনে থেকে সুস্থ হয়েছে এক হাজার ৩৮৫ জন।নারায়ণগঞ্জ সদর উপজেলায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ২২ জন, সংক্রমিত হয়েছেন এক হাজার ২৪৯ জন, সুস্থ হয়েছেন এক হাজার ১৭ জন এবং নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৪৪ জনের।গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে সংক্রমিত তিন রোগী শনাক্ত হন। এর দুজন নারায়ণগঞ্জের। ৩০ মার্চ এই জেলায় প্রথম কোভিড–১৯ রোগীর মৃত্যু হয়। গত ৭ এপ্রিল করোনাভাইরাসের সংক্রমণের জন্য নারায়ণগঞ্জকে অতি ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত করা হয়। পরের দিন ৮ এপ্রিল নারায়ণগঞ্জ জেলাকে অবরুদ্ধ ঘোষণা করে সরকার। করোনায় আক্রান্ত হয়ে দুজন চিকিৎসক, একজন স্টাফ নার্স, জেলা প্রশাসনের এক কর্মচারীসহ ১১৫ জনের মৃত্যু হয়েছে।