3rd, June, 2023, 12:50 am

নমুনা পরীক্ষায় মোট ৭জন কোভিট ১৯ এ আক্রান্ত

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবে করোনা ভাইরাস পরীক্ষার শেষ খবরে শিশু মহিলা সহ ৭রোগীর দেহে কোভিড -১৯ আক্রান্ত হবার তথ্য মিলেছে। এ নিয়ে বগুড়ার জেলায় মোট ১২ জন করোনা ভাইরাস কোভিড-১৯ এ আক্রন্ত হলেন । বুধবার রাত ১০টার পর বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুহা মুস্তাফিজ রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার রাতে ডাঃ তুহিনের দেয়া তথ্য মতে করোনা নমুনা পরীক্ষায় যাদের শরীরে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্য শাহজাহানপুরের এক নারী এবং নন্দিগ্রাম উপজেলার ১২বছর বয়সী এক মেয়ে শিশু রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। এদিকে অন্য কোভিড-১৯ এর ৫জনের মধ্য বগুড়ার সোনাতলা উপজেলার এক ব্যাক্তি, দুপঁচাচিয়া এলাকায় এক বৃদ্ধ , ধুনটের ২২বছর বয়সী এক যুবক সারিয়াকান্দিতে এক যুবক সহ বগুড়া শহরের সবুজবাগ এলাকার এক ব্যাক্তি রয়েছেন। এর আগে রাজশাহী থেকে প্যাপ্ত রিপোর্টে আদমদীঘি উপজেলার এক পুলিশ সদস্য সহ ২জনের কোভিড- ১৯এ আক্রান্ত হবার তথ্য আসে। গত ২১ এপ্রিল রাতের রির্পোটে সোনাতলা ও সারিয়কান্দি সহ শহর এলাকা সহ মোট -৩জনের করোনা ভাইরাস পরীক্ষার রিপোর্টে পজেটিভ আসে। অবশেষে বুধবার রাত ১০টায় সর্ব শেষ প্রাপ্ত তথ্য মাতে শিশু, মহিলা সহ মোট ৭ জনের কোভিড-১৯ রোগে আক্রান্ত হবার তথ্য নিশ্চিত করা হয়। করোনা ভাইরাসে আক্রান্তদের স্বাস্থ্য বিধি মোতাবেক বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে রাখার প্রক্রিয়া চলছিল।এছাড়াও আক্রান্তদের স্ব স্ব এলাকায় বাড়ী ঘড়ে লকডাউন করার খবর জানা গেছে। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুস্তাফিজুর রহমান তুহিন জানান,২১ তারিখে যে ৩জনের নমুনা পরীক্ষা পূনঃরায় করা হয়েছিল তাদের রির্পোট সেগুলোও পজেটিভ এসেছে। শেষ খবর পর্যন্ত তিনি নিশ্চিত করে বলেন, শজিমেক হাসপাতালের ল্যাবে এ যাবত মোট ৮৪টি নমুনা পরীক্ষা সমপন্ন করা হয়েছে। তাদের মধ্য বুধবার রাতের শেষ রিপোর্টে মোট ৭জন করোনা ভাইরাস এ সংক্রামক এবং কোভিড-১৯ রোগে আক্রান্ত হবার বিষয়টি নিশ্চিত করেন এই ডাক্তার কর্মকর্তা ।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please