4th, October, 2023, 10:13 pm

নতুন তিন স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় আরও নতুন তিন স্বাস্থ্যকর্মীর শরীরে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। এ নিয়ে উপজেলায় কোভিড-১৯–এ আক্রান্ত রোগীর সংখ্যা মোট ১২০ জন। আজ মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র এ তথ্য জানায়  । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রাজিব কিশোর বণিক জানান, একটি আন্তর্জাতিক স্বাস্থ্যকেন্দ্রের স্থানীয় শাখার তিন স্বাস্থ্যকর্মী নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। তাঁদের বাড়ি উপজেলার কলাদী, নবকলস ও আধারা এলাকায়। নতুন করে সংক্রমিত ওই স্বাস্থ্যকর্মীদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। তাঁদের বাড়ি লকডাউন করা হয়েছে। পরিবারের সদস্যদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ওই তিন স্বাস্থ্যকর্মীসহ মতলব দক্ষিণে মোট ১২০ জন কোভিডে সংক্রমিত হয়েছেন। আজ পর্যন্ত উপজেলায়  মোট ৩৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আর করোনার উপসর্গ নিয়ে মৃত্যু বরন করেন মোট ১৮ জন।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please