3rd, October, 2023, 6:31 am

নঈম নিজাম-পীর হাবিবকে হয়রানি! কারা সেই দাপুটে?

জনস্বার্থ বিষয়ে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ভাইয়ের লেখনিগুলো এমনই সাবলীল। পীর হাবিবুর রহমান ভাইয়ের লেখাগুলো অনেকের কাছে আরো বেশি আক্রমনাত্মক। তবে আমার কাছে বরাবরই মনে হয় তারা সর্বোচ্চ সভ্যতা-ভদ্রতা রক্ষা করে পরামর্শসূচক কথাবার্তাই লিখে থাকেন। সেটুকু মেনে নেয়ার মতো সহনশীলতাও নেই প্রতাপশালী মহলের। ধোপদুরস্ত পোশাকের এসব দেশদ্রোহী ব্যাংকের টাকা লুটে নিবেন-তবুও তা মুখ ফুটে বলা যাবে না। লিখতে গেলেই নানা আইনি ধারায় বেধে ফেলার অপচেষ্টা চলবে। এটাই দেশের চলমান রীতি। এখনতো দেশ নিয়ে আর কেউ লেখার ঝুঁকি নেয় না-আগে যে দু’জন নিতেন তাদেরকে ভুতের ভয় দেখিয়ে, জেলখানার শিক দেখিয়ে পোষ মানানো সম্ভব হয়েছে। কিন্তু নঈম নিজাম আর পীর হাবিবুর রহমান সেসব জুজুবুড়ির ভয়ে ভীত নন-তাই তাদের বিরুদ্ধে আরো তীব্র বিষ মাখা তীর প্রস্তুত। তাদের শুরুই করা হয়েছে ব্যাংক হিসাব তলবের মাধ্যমে। রাষ্ট্রীয় পর্যায়ের শীর্ষ লুটেরা অপরাধীদের ঘায়েল করার ক্ষেত্রে সর্বশেষ অস্ত্র হিসেবেই এটা ব্যবহার করার নজির দেখা যায়। অথচ ফেসবুকে অনেকেই নঈম নিজাম ভাই ও পীর হাবিব ভাইয়ের ব্যাপারে বলতেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো উদ্যোগ নিলেই তা বাস্তবায়নের ক্ষেত্রে আগাম মাঠ প্রস্তুত করেন তারা। প্রধানমন্ত্রীর জন্য যারা এতোই সহায়ক-তাদের শত্রু হয়ে দাঁড়ায় কোন্ সে দাপুটে??

সা্ঈদুর রহমান রিমন

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please