ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ কালীগঞ্জে সৎ বাবার বিরুদ্ধে তার ২য় পক্ষের স্ত্রীর মেয়ে (১১) কে ধর্ষনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ কালীগঞ্জ পৌর এলাকার এম,ইউ কলেজপাড়ায়। এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে মঙ্গলবার রাতে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে ওই রাতেই পাষন্ড বাবা রেজাউলকে আটক করে পুলিশ। নির্যাতিত শিশুটির মা নাজমা খাতুন জানায়, আজ থেকে প্রায় ১ বছর আগে হোটেল কর্মচারী রেজাউলের সাথে আমার বিয়ে হয়। আমি ও দোকানে দোকানে পানি টানার কাজ করি। বর্তমানে আমি আগের পক্ষের মেয়েকে নিয়ে কালীগঞ্জ শহরের একটি ভাড়া বাসায় বসবাস করছি। গত ১২ তারিখ রাতে আমি লুকিয়ে লুকিয়ে দেখি মেয়েকে ধর্ষন করছে আমার স্বামী। এমন হৃদয় বিবর্জিত কাজ দেখে আমি মর্মাহত হই। এরপর আমি কি করবো বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু মেয়ের কান্নাকাটি পর বিষয়টি আশপাশে জানাজানি হয়ে যায়। একপর্যায়ে মঙ্গলবার রাতে আমি থানায় অভিযোগ দায়ের করি। এরপর পুলিশ ওই রাতেই পাষন্ড রেজাউলকে আটক করেছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি মুহাঃ মাহাফুজুর রহমান মিয়া জানান, মেয়েটির মায়ের দেয়া অভিযোগ হাতে পাওয়ার সাথে সাথেই অভিযান চালিয়ে পাষন্ড রেজাউলকে আটক করা হয়েছে। আর মেয়েটির ডাক্তারী পরীক্ষার জন্য ঝিনাইদহ হাসপাতালে পাঠানোর প্রস্ততি চলছে।