যশোর প্রতিনিধি : এশিয়া ব্যাঙ্ক যশোরের কেশবপুর শাখার ম্যানেজার আবদুস সামাদ মন্ডল নিজ অফিসে সোমবার সকালে এক সহকর্মীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার হয়েছে। ধর্ষিতা মাঠ কর্মী কেশবপুর থানায় ধর্ষণের ঘটনায় ওই ম্যানেজারের নামে মামলা করেছেন, যার নম্বর-৪। পুলিশ ধর্ষিতাকে যশোর জেনারেল হাসপাতালে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠিয়েছে।
থানা পুলিশ জানায়,কেশবপুর শহরের এশিয়া ব্যাংক এফ এম ই কর্পোরেশেন শাখার ম্যানেজার রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার সিংড়া গ্রামের বাদল উদ্দিন মন্ডলের ছেলে আবদুস সামাদ(৩৬) সোমবার সকালে নিজ অফিসে আসা মহিলা ফিল্ড ওয়ার্কারকে (২৬) জোরপুর্বক ধর্ষণ করে। এরপর ওই কর্মী কেশবপুর থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করলে পুলিশ তাক্ষণিক অভিযান চালিয়ে ম্যানেজারকে আটক করে। থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ জসিম উদ্দিন জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। ভিকটিমকে যশোর জেনারেল হাসপাতালে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ভিকটিম কেশবপুর উপজেলার জাহানপুর গ্রামের একজন গৃহবধূ।