22nd, September, 2023, 8:51 am

দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ

পিরোজপুর প্রতিনিধি : মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আর তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের বাঁচাতে সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করছেন। প্রধানমন্ত্রী ও এ দেশের কৃষকদের চেষ্টায় বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের ব্যাপকভাবে ভর্তুকি দিচ্ছেন। গত বৃহস্পতিবার ২৩ এপ্রিল সকালে উপজেলা পরিষদের সামনে ফসল কর্তন ও মাড়াই যন্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি সরকারের আমলে এদেশের কৃষকরা জমিতে ঠিকমতো সার বা কিটনাশক দিতে পারতো না। বিএনপি সরকার সারের জন্য কৃষককে গুলি করে হত্যা করেছে। কিন্তু শেখ হাসিনার সরকারের সময় কৃষকরা বিনামূল্যে সার, বীজসহ কৃষি সামগ্রী পেয়ে থাকেন। তিনি আরও বলেন, প্রকৃত কৃষকদের কাছ থেকেই নিয়ম অনুযায়ী বোরো ধান সংগ্রহ করতে হবে। আর এতে কোনো প্রকার অনিয়ম দেখা গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, জেলা কৃষি উপ-পরিচালক আবু হেনা জাফর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহম্মাদ ওবায়দুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা দ্বিগ বিজয় হাজরা প্রমুখ।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please