4th, October, 2023, 10:50 pm

দেশে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৫২, মৃত্যু ৫

নিজেস্ব প্রতিনিধি : বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে পাঁচজনের এবং আক্রান্ত হয়েছেন ৫৫২ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭৫ জনে এবং আক্রান্ত ৮৭৯০ জন। শনিবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা। তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৬১৯৩টি, পরীক্ষা করা হয়েছে ৫৮২৭টি। মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পাঁচজনের তিনজন পুরুষ ও অপর দুজন নারী। তারা সবাই ঢাকার বাসিন্দা। নাসিমা সুলতানা আরো জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ জন এবং এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৭৭ জন। আইসোলেশনে নেয়া হয়েছে ১৬৮ জনকে। আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ২৮ জন।এ পর্যন্ত আক্রান্তের পরিমাণ ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি (৮৩.০৭ ভাগ), দ্বিতীয় অবস্থানে আছে চট্টগ্রাম (৪.৬ ভাগ), জানান তিনি। ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার। ১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please