3rd, June, 2023, 1:30 am

দেশে নতুন মৃত্যু ৩২, শনাক্ত ৩১৪১

নিজেস্ব প্রতিনিধি : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়ালো ১ হাজার ১৭১ জন। এছাড়াও ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৪১ জন। রবিবার (১৪ জুন) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বিশেষ বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৬৯০টি। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৫০৫ টি। নতুন ৩ হাজার ১৪১ জনসহ এপর্যন্ত মোট শনাক্ত ৮৭ হাজার ৫২০ জন। নতুন মৃত্যু ৩২ জনের মধ্যে ২৭ জন পুরুষ ও ৫ জন মহিলা। এদের মধ্যে ঢাকা ১৬, চট্টগ্রাম ১১, সিলেট ২, বরিশাল ১, রংপুর ১ ও ময়মনসিংহ বিভাগে ২ জন। এছারাও গত ২৪ ঘণ্টায় ৯০৩ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। এ নিয়ে মোট ১৮ হাজার ৭৩০ জন সুস্থ হয়েছেন বলে তিনি জানান।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please