22nd, September, 2023, 8:01 am

দুই জেএমবি সদস্য আটক

রংপুর প্রতিনিধি : রংপুর শহর তলীতে দুই জেএমবি সদস্যকে আটক করেছে মহা নগড় পুলিশ। এদের নিকট উদ্ধার করেছে নাশকতামূলক কার্যক্রমের সরঞ্জাম। রংপুর মহানগরীতে জেএমবি আটকের ঘটনায় আতকে উঠেছে শহর বাসী। সচেতন মহল ধারনা করছে, জেএমবি গ্রাম ছেড়ে এখন শহরে ঘাঁটি তৈরীর চেষ্টা করছে। রংপুর মেট্রোপলিটনের সহকারী কমিশনার আলতাফ হোসেন এক প্রেস বার্তায় জানান, কোতোয়ালি থানা পুলিশ গতকাল সকালে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল এর উত্তর পার্শ্বে গেটের সামনে পাকা রাস্তায় পরস্পর যোগসাজসে সমবেত হয়ে অন্তর্ঘাত ও নাশকতামূলক কার্যক্রমের চেষ্টা করার অপরাধ এবং ৬ টি কাঠের হাতল বিশিষ্ট প্লাষ্টিকের প্লাকাড। ১৫ টি সাদা রাবার যুক্ত মাথায় দেওয়া কাগজের তৈরি ক্যাপ। ৫ টি সোলার ককশীট এবং ৫ টি বাঁশের লাঠি উদ্ধারসহ জেএমবি সদস্য মোঃ কাওছার নাহিদ (১৯), পিতা- মোঃ আবদুল ওয়াহাব, সাং- শাল্টি গোপালপুর, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর, মোঃ রুবেল মিয়া (২৫), পিতা- মুসলিম মিয়া, সাং- বিনোদপুর, থানা- কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি সহ অজ্ঞাতনামা ৩০/৩৫ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ১৫ (৩) ধারায় মামলা রুজু করায়েছে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please