4th, October, 2023, 11:48 pm

দিনমজুরদের নিত্যপণ্য দিলো গ্রীণ ভয়েস

নড়াইল প্রতিনিধি : করোনায় কর্মহীন হয়ে পড়া নিন্ম আয়ের শ্রমজীবি দিনমজুরদের মধ্যে পরিবেশবাদী সংগঠন গ্রীণ ভয়েস নড়াইলের লোহাগড়ায় নিত্যপণ্য বিতরণ করেছে। সূত্র জানায়, রোববার (৫ এপ্রিল) বিকালে লোহাগড়া উপজেলা ভূমি অফিসের সামনে এপণ্য বিতরণ করা হয়। ১০জন দিন মজুরদের প্রত্যেককে গ্রীণ ভয়েসের কর্মীরা মাথাপ্রতি ১০ কেজি চাল, ১ কেজি তেল, আধা কেজি লবন, ১ কেজি পিঁয়াজ, ১ কেজি ডাল, ৩ কেজি আলু সহ ১টি করে সাবান বিতরণ করেন। দিন মজুর পলাশ, আজিবর সহ অন্যরা জানান, এ বিপদের দিনে গ্রীণ ভয়েস আমাদের সহযোগিতা করায় অনেক উপকৃত হয়েছি। বিতরণকালে গ্রীণ ভয়েস কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সাইফুল্লাহ মামুন, মোঃ শরিফুজ্জামান, লোহাগড়া পৌর প্রেস ক্লাবের সভাপতি শিমুল হাসান, সমাজকর্মী মোঃ মুছা মোল্যা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please