21st, September, 2023, 5:50 pm

দলীয় অনুশীলনে ফিরেছেন এমবাপ্পে

নিজস্ব প্রতিবেদক :  প্রত্যাশার চেয়েও দ্রুততম সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর ম্যাচকে সামনে রেখে আজ দলীয় অনুশীলনে ফিরেছেন ফরাসি এই তারকা। ১লা ফেব্রুয়ারি মন্টফিলারের বিপক্ষে ম্যাচে উরুর ইনজুরি পড়েন এমবাপ্পে। এ কারণে অন্তত তিন সপ্তাহ তাকে মাঠের বাইরে কাটাতে হবে বলে জানিয়েছিল ক্লাব কর্তৃপক্ষ। যদিও কোচ ক্রিস্টোফ গালটিয়ার শনিবার বলেছেন মঙ্গলবারের ম্যাচে এমবাপ্পে খেলতে পারবেন বলে মনে করছেন না তিনি।

গালটিয়ার বলেন, আমি মনে করি না। সে পুনর্বাসন প্রটোকল অনুসরণ করছে। এমবাপ্পে পেশীর ইনজুরির শিকার হয়েছে। কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে আমরা সামান্যতম ঝুঁকিও নেব না। তবে রবি ও সোমবার অনুশীলন করতে দেখা গেছে কিলিয়ান এমবাপ্পেকে। এটি গণমাধ্যমের কাছেও উন্মুক্ত ছিল। এসময় লিওনেল মেসি, নেইমার, সার্জিও রামোস, গোল রক্ষক জিয়ানলুইজি ডোনারুমা, মার্কো ভেরাত্তি, আচরাফ হাকিমি এবং মারকুইনহোস এর সঙ্গে অনুশীলন করতে দেখা যায় ফরাসি সুপারস্টারকে। প্রথম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের জন্য এখনো পর্যন্ত সঠিক কক্ষপথেই রয়েছে কাতারি মালিকানাধীন পিএসজি।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please