মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ে নির্মাণাধীন লৌহজং থানা ভবনের পোর্স ছাদ ঢালাই কাজ চলার সময় ছাদ ধসে ১ জন চাপা পড়ে নিহত হয়েছেন। নিহতের নাম মন্নাফ (১৭)। সে নাটোর জেলার সিঙড়া উপজেলার কৈ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। ১ ভাই ২ বোনের মধ্যে মন্নাফ মেজো। এ ঘটনায় অন্তত ৩ জন আহত হয়েছেন। আহতরা হচ্ছেন রাকিব (২২), হাসান (১৮) ও সিহাব (১৮)। এরা সবাই একই এলাকার বাসিন্দা ও সম্পর্কে আত্মীয়। বৃহস্পতিবার বেলা ২টায় লৌহজং উপজেলার মালির অংক হাট ভোগদিয়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই লৌহজং থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার তৎপরতা চালান। আহত হাসান জানান, তিনি ও মৃত মন্নাফ ঢালাই চলাকালে বারান্দার নিচে ছিলেন। ছােদের উপরে ছিলেন ১০ জন এবং নিচে ছিল ২ জন। এরা সবাই এখানে ঢালাই শ্রমিকের কাজ করত বলে জানা গেছে। আহতদের লৌহজং উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এলাকাবাসীর ধারনা নিম্মমানের নির্মান সামগ্রী ব্যবহারের কারনে এ ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান জানান, এই ঘটনার ব্যপারে একটি মামলা হবে। এই নির্মানাধীন নতুন থানা ভবনের কাজটি সততা এন্টারপ্রাইজ নামে ঠিকাদারী প্রতিষ্ঠান পেয়ে অন্য একটি কোম্পানীকে সাব কন্ট্রাকট দিয়ে কাজ করাচ্ছিল। এই মর্মান্তিক ঘটনাটির জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর দোষিদের বিরুদ্ধে ব্যবস্হা নেওয়া হবে।
Leave a Reply