3rd, December, 2023, 1:26 pm

তেজগাঁও কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সাজ্জাতের ত্রান বিতরণ কর্মসূচী

মোঃ সোলায়মানঃ বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় ও  তেজগাঁও কলেজ ছাত্রদলের বিপ্লবী সভাপতি আমিনুল ইসলাম জাকিরের গুমের পঞ্চম বার্ষিকীতে তাকে ফিরে পাবার প্রত্যাশায় এবং করোনার প্রভাবে সৃষ্ট সংকটে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তেজগাঁও কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সাজ্জাতুল হানিফ সাজ্জাত এর নেতৃত্বে তেজগাঁও কলেজ শাখা ফার্মগেট ও ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে গরীব ও ছিন্নমূল মানুষের মাঝে ত্ররা সামগ্রী বিতরণ করা হয়েছে । গত বুধবার এই কর্মসূচী পালন করা হয়। এ সময় দরিদ্রদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর মধ্য চাল, ডাল, আলু, তেল,লবন ও সাবান বিতরণ করা হয়। তেজগাঁও কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সাজ্জাতুল হানিফ সাজ্জাত বলেন, করোনা ভাইরাস বৈশ্বিক মহামারী। এই দুর্যোগ মোকাবেলায় আমাদের সকলকে একসাথে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে। এধরনের খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচী ও সহযোগীতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সাজ্জাতুল হানিফ বলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি ফজলুর রহমান খোকন, সংগ্রামী সহ সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, যুগ্ন সম্পাদক তানজিল হাসান, যুগ্ন সম্পাদক আব্দুল্লাহ আল জুবায়ের বাবু (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তেঃকলেজ), সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন। ত্রান বিতরণ এর সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন সহ তেজগাঁও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please