3rd, December, 2023, 1:25 pm

সুন্দরবন থেকে তিন হরিণ শিকারি আটক

তিন হরিণ শিকারি আটক

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবন থেকে তিন হরিণ শিকারীকে আটক করেছে বনবিভাগ ও কোষ্টগার্ড । রোববার রাতে পূর্ব সুন্দরবন বিভাগের শরনখোলা রেঞ্জের পক্ষিদিয়া চর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ট্রলার, ৫০টি ফাঁদ, দুই হাজার মিটার সানদিয়া জালসহ সরমঞ্জাদি উদ্ধার করা হয়। আটককৃতরা হলো, বরগুণা জেলার পাথরঘাটা উপজেলার গাববাড়িয়া গ্রামের সাইদ মাতবরের ছেলে মিরাজ (৩০), তাফালবাড়ি গ্রামের আবুল কালামের ছেলে হাকিম (২০) ও গাবগাছিয়া গ্রামের শাহজাহান খানের ছেলে মুছা (২৮)। সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, রোববার রাতে সুন্দরবনের শরনখোলা রেঞ্জের পক্ষিদিয়া চর এলাকায় থেকে তাদেরকে অঅটক করে। এ ঘটনায় অবৈধ বনে অনুপ্রবেশ ও বন্যপ্রাণী শিকার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের সোমবার দুপুরে বাগেরহাট আদালতে প্রেরণ করা হলে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please