মোঃ সোলয়মান : বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল গতকাল মিরপুরের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন। এ সময় স্থানীয় পর্যায়ের শত শত নেতাকর্মী তার সাথে গণসংযোগে যুক্ত হন। গত কয়েক বছরে মিরপুরে নিস্ক্রিয় হয়ে থাকা বিএনপি এর কোন মিছিল মিটিং না হওয়ায় এই গণসংযোগে নেমে স্থানীয় ঝিমিয়ে পড়া নেতাকর্মীরা যেন আবার সক্রিয় হয়ে উঠেছেন। প্রতিটি ওয়ার্ডে প্রবেশের আগেই সেই ওয়ার্ডের নেতাকর্মীরা বেশ বড়সড়ো মিছিল নিয়ে যুক্ত হন তার গণসংযোগে।
বুলবুল মল্লিক ও আশরাফ গাজীর নেতৃত্বে একটি মিছিল নিয়ে যুক্ত হন তাবিথের নির্বাচনী গণসংযোগে
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল মিরপুর ৬ নম্বর বাইতুল মোশারফ মসজিদ মার্কেট এলাকা থেকে এই গণসংযোগ শুরু করেন। ওই ওয়ার্ডের এইচ ব্লক থেকে শুরু করে পারুল স্কুল সড়ক, চেতনা মডেল স্কুল সড়ক, পানি ট্যাংকির মোড়, চলন্তিকা মোড় প্রভৃতি সড়কে প্রচারণা চালানোর হয়। সেখান থেকে ৩নং ওয়ার্ড এর ঝুট পট্টি হয়ে পেরিস রোড,নাভনা গলি,৫ নং ওয়ার্ড এর প্রগতি স্কুল, সাংবাদিক এলাকা,কালশী থেকে ২নং ওয়ার্ড এর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গনসংযোগ এর সময় তাবিথ আউয়াল হেঁটে হেঁটে ভোটারদের কাছে যান । এ সময় রাস্তার দুই পাশে নানা বয়সের মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান ও লিফলেট তুলে দেন তিনি। ধানের শীষ হাতে নিয়ে তাবিথ আউয়াল বিভিন্ন পেশাদার জনগনের কাছে গিয়ে দোয়া ও ভোট চান। এ সময়ে এই সড়কে মানুষের ঢল নামে। তাবিথ আউয়াল বলেন, জাতীয়বাদী দলের বড় চ্যালেঞ্জ হচ্ছে গণতন্ত্র ফিরিয়ে আনা, সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীলতার মধ্যে নিয়ে আসা, যেন সব রাজনৈতিক দল জনকল্যাণে কাজ করতে পারে। তিনি বলেন, আমাদের দেশের জন্য কাজ করতে হবে। আগামীতে ঢাকাবাসীকে ঐক্যবদ্ধ করে আমরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করবো। তিনি বলেন, আমরা দুর্নীতি, দুঃশাসন, ডেঙ্গু ও দূষণ থেকে যেমন মুক্তি চাই, সেভাবে আমরা চাই দেশনেত্রী খালেদা জিয়া মুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। তিনি আরো বলেন, ঢাকা শহর বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তা ঘাট, ড্রেনেজ, স্যুয়ারেজসহ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে নগরবাসী। আমি নির্বাচিত হলে সর্বোচ্চ নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করবো, দেন আধুনিক ঢাকা গড়ার প্রতিশ্রুতি। গণসংযোগ সময় বিএনপির মনোনীত কাউন্সিল প্রার্থী ছাড়াও বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল , ছাত্র দল সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থক ছিল তার সাথে।