ভোলা প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে ঢাকা থেকে আসা তাবলীগ জামাতের ২৫ সদস্যসহ একটি ট্রাক আটক করেছে টহলরত নৌ-বাহিনী। বুধবার সকালে বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজারে ভোলার চরফ্যাশনগামী চালক মো: আলী সহ ট্রাক টিকে আটক করা হয়। পরে বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তার(ভারপ্রাপ্ত) মো: বশির গাজী, ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই ড্রাইভার কে তিন হাজার টাকা জরিমানা করে। ট্রাক চালক আলী একই উপজেলার বড় মানিকা ইউনিয়নের মোতাহার হোসেনের ছেলে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: বশির গাজী জানান, ট্রাকটি সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নারায়নগঞ্জ ও কেরানীগঞ্জ থেকে তাবলিক জামাতের ২৫ জন সদ্যস্যকে নিয়ে চরফ্যাশনের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ এলাকার নৌবাহিনীর সদস্যরা ট্রাকটিকে আটক করে যাত্রিদের নামিযে দেয়ার পাশাপাশি করোনা ভাইরাস সংক্রমন সম্পর্কে সচেতন করে। এ ধরনের চলাচল দেশের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি ডেকে আনবে বলেও তাদেরকে সতর্ক করে ছেড়ে দেয়া হয়। এ ছাড়া সামাজিক দুরত্ব বজায় রেখে তাদের নিজ নিজ গন্তব্যে চলে যেতে অনুরোধ করা হয়।