4th, October, 2023, 10:28 pm

তবুও বন্ধ হচ্ছেনা ক্ষেতের পেঁয়াজ চুরি

বগুড়া প্রতিনিধি : এত দিন দেশে টাকা পয়সা ধন সম্পাত্তি সহ বিভিন্ন মূল্যবান জিনিষ পত্র চুরির ঘটনা ঘটলেও এবার জমি থেকে ফলনকৃত পেঁয়াজ চুরির ঘটনা ঘটেছে। দেশের হাটে বাজারে যখন পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রনহীন তখন বগুড়ার সোনাতলা সহ বিভিন্ন স্থানে জমি থেকে রাতের আঁধারে পেঁয়াজ চুরির চাঞ্চাল্যকর ঘটনা ঘটে। এদিকে জমির পেঁয়াজ চুরি ঠেকাতে রাত জেগে পাহাড়া বসানোর খবর পাওয়া গেছে। গত সোমবার রাতে সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের মধ্যদিঘলকান্দি গ্রামে গ্রামের বাসিন্দা মৃত অহেদআলীর পুত্র কৃষক ইয়াছিন ব্যাপারীর পেয়াজের জমি থেকে একটি সঙ্গবদ্ধ চোরাই দল পেঁয়াজ চুরি করে নিয়ে যায়। খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিবছরের ন্যায় পূর্ব বগুড়ার সোনাতলা সহ বিভিন্ন উপজেলায় পেয়াজের ফলনে কৃষকেরা পেয়াজ লাগিয়ে থাকেন। কিন্তু সম্প্রতিকালে বাজারে পেঁয়াজের বিপর্যয় এবং অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে অনেক কৃষক এবারে অতিরিক্ত জমিতে পেঁয়াজ রোপন করেন। সোনাতলার ইয়াছিন আলীও তাদের একজন। প্রতিবছরের মত সে অন্যন্য শাকশব্জির পাশাপাশি ৪শতাংশ জমিতে পেঁয়াজ রোপন করেন। এতে তার খরচ হয় ১৫হাজার টাকার মত। বর্তমানের জমির পেঁয়াজ বিক্রির উপক্রম হলেও সাইজে একটু ছোট হওয়া সপ্তাহ খানেকের মধ্যই তিনি জমির পেঁয়াজ তুলবেন তুলবেন করছিলেন। কিন্তু গত মঙ্গলবার ভোরে তিনি জমিতে গিয়ে দেখতে পান তার জমির অধিকাংশ ফলনকৃত পেঁয়াজ কেবা কারা রাতের আঁধারে চুরি করে নিয়ে গেছে। এদিকে জেলার বিভিন্ন স্থানে জমি থেকে ছোট খাট পেয়াঁজ চুরির ঘটনা শুরু হলেও সোনাতলার পেঁয়াজ চুরির ঘটনায় স্থানীয় ভাবে কৃষককুলে চাঞ্চল্য সৃষ্টির পাশা পাশি জমির পেঁয়াজ নিয়ে তাদের মধ্য উৎকণ্ঠা শুরু হয়েছে। গতকাল বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা গেছে, কৃষকরা এখন তাদের জমির পেঁয়াজ চুরি ঠেকাতে রাত জেগেই নয় দিনের বেলাতেও পালা করে পাহাড়া দিতে শুরু করেছেন।

Leave a Reply

Your email address will not be published.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please