মোঃ সোলায়মান : ঢাকা ১৬ আসনে করোনা ভাইরাসের প্রভাবে ঘরবন্দী অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়ালেন সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়ার ও বি.এন.পির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক মোঃআমিনুল হক। আজ ২রা এপ্রিল দুপুর আড়াইটার দিকে তিনি নিজ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ইর্ষ্টান হাউজিং এলাকায় এই ত্রান বিতরণ করেন। জানা যায় বি.এন.পির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক মোঃআমিনুল হক তার ব্যক্তিগত উদ্যোগে পল্লবী ও রুপনগর থানা এলাকার শ্রমজীবী মানুষের মধ্যে খাদ্য ও পরিচ্ছন্নতা সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, আটা,আলু ও সাবান বিতরন করেন। ত্রান বিতরণ কালে মোঃ আমিনুল হক ঘরে ঘরে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মুলক পরামর্শ প্রদান করেন এবং ওই সময় সকলকে করোনা সংক্রামন বিষয়ে আতংকিত না হয়ে সচেতন থাকার আহবান জানান। ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, মিরপুর থানার সেচ্ছাসেবক দলের নেতা ফরিদ,ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সমবায় বিষয়ক সম্পাদক দেওয়ান মোঃ বিপ্লব আমিন রাজিব সহ আরও অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন।