নিজেস্ব প্রতিনিধি : গণ-বিরোধী ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালো আইন বাতিলের দাবিতে গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাব এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিকবৃন্দ’র ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক মানুষ অংশগ্রহণ করে। পুলিশের বাধার মুখেও খন্ডভাবে পালিত এ মানববন্ধনে বক্তারা দেশপ্রেমিক কমেযোদ্ধা সাংবাদিকদের উপর ধারাবাহিক নপিড়ন নির্যাতন ও গ্রেপ্তারের মাধ্যমে হয়রানি করার তীব্র প্রতিবাদ জানান। তারা দেশে আইনের শাসন প্রতিষ্ঠাসহ সুশাসন নিশ্চিত করতে সাংবাদিক কাজল, পলাশ, দিদার, শাহিন, কিশোর, মোস্তাকসহ সকল প্রতিবাদীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।