6th, June, 2023, 2:49 pm

ডায়াবেটিস বিষয়ে শিক্ষার ব্যাপক সচেতনতার প্রয়োজন

ডায়াবেটিস বিষয়ে শিক্ষা শুধু রোগীদের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। একই সঙ্গে আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, ডাক্তার ও নার্সসহ সবার এ বিষয়ে ব্যাপক সচেতনতার প্রয়োজন আছে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে বিশ্ব ডায়াবেটিস দিবস : প্রেক্ষিত বাংলাদেশ ডায়াবেটিসের ভয়াবহতা ও প্রতিরোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভায় বিশেষজ্ঞরা এসব কথা বলেন। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), ৭১ ফাউন্ডেশন ও ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে। সভায় আলোচকরা বলেন, ডায়াবেটিক রোগীদের জন্য পরামর্শ হলো, সুষম খাবার গ্রহণ, নিয়মিত হাঁটা, শরীরকে সচল রাখা, ডাক্তারের পরামর্শ মতে ওষুধ, ইনসুলিন গ্রহণ করা। বাংলাদেশে ২০ ভাগেরও কম রোগী ডায়াবেটিস নিয়ন্ত্রণে সফল। বাংলাদেশের জন্য সবচেয়ে মারাত্মক পরিস্থিতি হলো- এখানে অতি অল্প বয়সের ছেলে-মেয়েরা টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। বক্তারা আরও বলেন, আগামী ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বে অসংক্রামক ব্যাধি বিশেষ করে ডায়াবেটিস অন্যতম প্রধান ঘাতক হিসাবে দ্রুত বিস্তার লাভ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে বলা হয়েছে, ৩০ বছর আগের তুলনায় ডায়াবেটিসের সংখ্যা এখন চার গুণ বেশি। বর্তমানে সারা বিশ্বে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা ৪২ কোটিরও বেশি এবং এর কারণে প্রতি বছর ১০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়। বাংলাদেশেও এই রোগ ক্রমান্বয়ে ভয়াবহ আকার ধারণ করছে, সেই সাথে ডায়াবেটিসজনিত অন্যান্য রোগের বিস্তার ও জটিল রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে এসব রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় চিকিৎসা ব্যয়ভার মেটাতে অনেকেই দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছেন বা অসচ্ছল হয়ে পড়ছেন। তারা বলেন, পারিবারিক অন্যান্য অসুবিধা যেমন, কর্মঘণ্টা ও উৎপাদনশীলতা কমে যাওয়া থেকে শুরু করে জাতীয় বাজেট ও চিকিৎসা ব্যবস্থায় চাপ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই রোগের প্রতিরোধ ও নিয়ন্ত্রণ খুব বেশি কঠিন বা চিকিৎসার মতো ব্যয়বহুল নয়। তাই এই রোগের চিকিৎসার পাশাপাশি সার্বিক বিবেচনায় চিকিৎসার চেয়েও অধিক গুরুত্ব দিতে হবে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থায়। পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসেরের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- তথ্যমন্ত্রী ডা. মুরাদ হাসান, ডায়াবেটিস গবেষক প্রফেসর মো. আবু সাঈদ, বিশিষ্ট চিকিৎসক ডা. খালেদ শওকত, পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুস সোবহান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. লেলিন চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please