8th, December, 2023, 2:34 pm

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল গৃহবধূর

নিজস্ব প্রতিবেদক :  জামালপুর সদর উপজেলার নান্দিনার বাদেচাঁন্দি এলাকায় ট্রেনে কাটা পড়ে শিখা বেগম (৪১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন ওই গৃহবধূ। তাঁর বাবার বাড়ি শেরপুর সদর উপজেলার ঘুঘুরাকান্দি ইউনিয়নের পশ্চিম বেতমারী গ্রামে। তিনি ওই গ্রামের নূর হুদার স্ত্রী। স্থানীয় ইউপি সদস্য গোলাম সোবহানি লিটন মেম্বার জানান, দুপুরে স্থানীয় লোকজনের মাধ্যমে আমি খবরটি পাই। তাঁর ছিন্নভিন্ন দেহ রেল লাইনের উপর ছড়িয়ে ছিল। কিছুদিন ধরে ওই গৃহবধূ কিছুটা মানসিকভাবে বিপর্যন্ত ছিলেন বলেও এলাকাবাসী জানিয়েছেন। জামালপুর জিআরপি থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) তারা মিয়া জানান, ময়না তদন্তের জন্য ছিন্নভিন্ন লাশটি জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please