6th, June, 2023, 3:49 pm

নোয়াখালীতে ট্রাক চাপায় নিহত ৩

ট্রাক চাপায় নিহত ৩

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে যাত্রীবাহী সিএনজি ও ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে সিএনজির দুই যাত্রী এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনসহ তিন জন নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে কবিরহাট-সোনাপুর সড়কের অশ্বদিয়া স্টীল ব্রিজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার আইয়ুবপুর গ্রামের আবুল কালামের ছেলে মো. রিপন (১৭), একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে জাবেদ হোসেন (১৮) এবং নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আবদুল মান্নানের ছেলে নাঈম (১৯)। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সোনাপুরের উদ্দেশ্যে কবিরহাট থেকে একটি যাত্রীবাহী সিএনজি ছেড়ে আসে। পথে সিএনজিটি অশ্বদিয়া স্টীল ব্রিজ পার হলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬৯০৩০) তাকে সামনে থেকে চাপা দেয়। এতে সিএনজিটি ধুমড়ে মুছড়ে গিয়ে ঘটনাস্থলে দুই যাত্রী এবং পরে আরো এক যাত্রী নিহত হয়েছে। নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম জানান, ট্রাক চাপায় ৩জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। সুধারাম মডেল থানার (ওসি) তদন্ত আবদুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান,নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please