21st, September, 2023, 5:00 pm

ট্রাকের নীচে চাপা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

নাটোর প্রতিনিধি :  বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে নাটোর-পাবনা মহাসড়কে ধানের তুষ বোঝাই ট্রাক উল্টে ব্যাটারি চালিত ভ্যানের ওপর পড়ে ভ্যানযাত্রী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এই দূর্ঘটনা ঘটে। নিহত দু’জন হচ্ছেন, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার চকনুর গ্রামের বাসিন্দা এবং বর্তমানে নাটোরের বনপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড মসজিদের ইমাম আবদুল ওহাব শেখ (৩৫) এবং তার স্ত্রী স্বর্ণা খাতুন (২৬)। বনপাড়া হাইওয়ে পুলিশের ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, ধানের তুষ বোঝাই ট্রাকটি নাটোর থেকে পাবনার দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি বনপাড়া বাজারে রাস্তার গর্তে পড়ে উল্টে গিয়ে পাশেই ব্যাটারি চালিত যাত্রীবাহী একটি ভ্যানের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রীর মৃত্যু হয়। পরে খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত স্বামী-স্ত্রীর চার বছরের শিশু কন্যা উম্মে হাবিবাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দু’জনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে এবং এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please