রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় বৈশাখী(৯) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত বৈশাখী উপজেলার বেলপুকুর ইউনিয়নের তাড়াশ গ্রামের হাসেন আলীর মেয়ে। এ সময় আরো দুইজন আহত হয়েছে। আহতরা হলো, দুর্গাপুর উপজেলার ভাংগিরপাড়া গ্রামের লিটন আলী (৪০)একই এলাকার আজিবারের স্ত্রী সফুরা বেগম(৩৫)। পবা হাইওয়ে (শিবপুর ফাড়ীর) ইনর্চাজ কাজল কুমার নন্দী বলেন, গত শুক্রবার দুপুর পৌঁনে একটায় উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের বানেশ্বর নাসির বিড়ি ফ্যাক্টরীর সামনে এ দুর্ঘটনাটি ঘটে। রাজশাহী থেকে নাটোর গামী একটি ট্রাক ভ্যানরিকসাকে ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। সে সময় ভ্যানে থাকা বৈশাখী মহাসড়কে পড়ে ঘটনা স্থলে মারা যায়। এ ছাড়া ভ্যান চালক লিটন আলী ও ভ্যানেযাত্রী সফুরা বেগম আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রামেক হসপাতালে পাঠায়। ট্রাকটিকে আটক করা হয়েছে। লাশটি উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে।