পাবনা প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রমণ রোধে সংকটে থাকা নিম্ন আয়ের মানুষদের মধ্যে পাবনার চাটমোহরে টিসিবি পণ্যসামগ্রী বিক্রি শুরু করেছে। সোমবার সকাল থেকে পাবনার নীরব এন্টারপ্রাইজ ন্যায্যমূল্যে এই পণ্য বিক্রি শুরু করেছে। আগামী তিনদিন চাটমোহর পৌর শহরের বিভিন্ন স্থানে এই পণ্য বিক্রি করা হবে। বিক্রেতা প্রতিষ্ঠান (ডিলার) জানায়,একজন ক্রেতা ৮০ টাকা লিটার দরে ৫ লিটার সোয়াবিন তেল,৫০ টাকা কেজি দরে ৩ কেজি চিনি ও ৫০ টাকা কেজি দরে ২ কেজি ডাউল কিনতে পারবেন। এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব ভুলে প্রথম দিনেই পণ্য কিনতে চাটমোহর পৌর শহরের স্টার মোড়ে টিসিবির গাড়িতে ক্রেতাদের দীর্ঘ লাইন পড়ে যায়। টিসিবির পণ্য কিনতে গিয়ে সামাজিক দুরত্বের কথা বেমালুম ভুলে যান সাধারণ মানুষ। দীর্ঘক্ষণ তারা লাইনে দাঁড়িয়ে থেকেছেন পণ্যের জন্য।