21st, September, 2023, 7:06 pm

ঝিনাইদহে দুইদিন ব্যাপি সাহিত্য মেলা ‍শুরু

নিজস্ব প্রতিবেদক :  সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় ও বাংলা একাডেমির সহযোগিতায় এবং জেলা প্রশাসনের আয়োজনে জেলায় আজ থেকে দুইদিন ব্যাপি জেলা সাহিত্য মেলা শুরু হয়েছে। আজ বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। সেখান থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহের জেলা প্রশাসক মনিরা বেগমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, মুক্তিযোদ্ধা সংসদ ঝিনাইদহ জেলা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা’র পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলা একাডেমির সংকলন বিভাগের উপ-পরিচালক ড. এ কে এম কুতুবউদ্দিন। আলোচনাসভা শেষে কবি-সাহিত্যিকদের সম্মাননা প্রদাণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please