4th, October, 2023, 11:01 pm

ঝিনাইদহে জন্ম নিলো করোনা

ঝিনাইদহ প্রতিনিধি : করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে বিশ্ব। আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যের সংখ্যা। ঠিক এমন সময়ে পৃথিবীতে এল নতুন অতিথি। সদ্য জন্ম নেওয়া সেই নবজাতকের নাম রাখা হলো ‘করোনা’। এমন ঘটনা ঘটেছে ঝিনাইদহে। শিশুটিকে দেখে এসে তারেক মাহমুদ জয় নামের এক ব্যক্তি তার ফেসবুকে ছবিসহ লেখেন, ঝিনাইদহ কাঞ্চননগর এলাকার এক দম্পতি কৃয়েত প্রবাসী সাদিক ও সালেহা। বিবাহের দীর্ঘ ১৭ বছর পর শনিবার (১৮ এপ্রিল) ঝিনাইদহ সদর হাসপাতালে তাদের কোল জুড়ে এক কন্যা সন্তানের জন্ম হয়েছে। সেখানে সদ্য জন্ম নেওয়া কন্যাশিশুর নাম রাখা হয়েছে করোনা। এর কিছুক্ষণের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি ছড়িয়ে পড়লে বিস্মিত হন অনেকেই। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এমন নাম হতে পারে! আবার অনেকে প্রশংসা ও করেছেন। জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর হাসপাতালে ভর্তি হন সালেহা। এর কিছুক্ষণ পরই সিজারিয়ান অপরাশনের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। তারপরই নবজাতকের নাম ‘করোনা’ রাখার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। নবজাতকের বাবা সাদিক জানান, ভাইরাসটি যে বিপজ্জনক, তা নিয়ে কোনো সন্দেহ নেই। বিশ্বে অনেক মানুষকে মেরে ফেলেছে এই ভাইরাস। আবার আমাদের মধ্যে অনেক ভালো অভ্যাসও তৈরি করেছে এই ভাইরাস। তিনি বলেন, আতঙ্কের মাঝেও অনেক ভালো কিছু সৃষ্টি হয়। তাই অযথা ভয় না পেয়ে নির্দেশ মেনে চললেই আমরা সুরক্ষিত থাকব। আর ভাইরাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়ায়েই প্রতীক হয়ে থাকবে আমাদের এ কন্যা। শিশু ও মা সুস্থ আছেন বলেও জানান তিনি।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please