21st, September, 2023, 11:49 pm

জাতীয় সাংবাদিক ঐক্য (এনইউজে) এর আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিনিধি : সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং দাবি আদায়ের সংগ্রামে অংশ নেয়ার প্রত্যয়ে গঠিত হয়েছে জাতীয় সাংবাদিক ঐক্য (এনইউজে)। মঙ্গলবার (২৮ জুন) দুপুরে রাজধানীর বনানীস্থ একটি মিলনায়তনে উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে জাতীয় সাংবাদিক ঐক্য (এনইউজে) এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি’কে প্রধান উপদেষ্টা রেখে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক হিসেবে খন্দকার দেলোয়ার জালালী (নতুনবাংলা টুয়েন্টিফোর) ও সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয় এসএ টিভি’র সিনিয়র সাংবাদিক মিজান আহমেদকে।

জাতীয় সাংবাদিক ঐক্য (এনইউজে) এর অন্য সদস্যরা হলেন: রীনা আকতার তুলি (দৈনিক যুগান্তর) যুগ্ম আহ্বায়ক, কাজী রফিক (ঢাকা মেইল) যুগ্ম আহ্বায়ক, কামরুল হাসান শিশির (দৈনিক স্বাস্থ্য শিক্ষা) যুগ্ম আহ্বায়ক, মোহসীন কবির (টিবিএন টুয়েন্টিফোর) যুগ্ম আহ্বায়ক। সালাহউদ্দিন চৌধুরী ( দৈনিক বাংলাদেশের খবর) সদস্য, বেলাল হোসেন রাজু (ঢাকা মেইল) সদস্য, তাইফুর রহমান তুহিন (এসএটিভি) সদস্য, মোস্তাফিজুর রহমান (দৈনিক ইত্তেফাক) সদস্য, মহিবুল কাদের, রাজু মাহমুদ (মাইটিভি) সদস্য, শরিফুল সাগর (আরটিভি) সদস্য, আবু জাফর মোঃ সালেহ (ঢাকা মেইল) সদস্য, আব্দুল কাইয়ুম (একে সালমান) (যুগান্তর) সদস্য, কামরুল হাসান (মানবজমিন, সাভার) সদস্য, আহমেদ সোহান সিরাজী (ঢাকা মেইল, সাভার) সদস্য, রেজাউল ইসলাম বাবু (এসএটিভি, রংপুর) সদস্য, আশিকুর রহমান ডিফেন্স (এসএটিভি, লালমনিরহাট) সদস্য, জাকির মাহমুদ সেলিম (মানবকন্ঠ, পটুয়াখালী) সদস্য, মুজাহিদুল ইসলাম নান্নু, (গ্লোবালটিভি, পটুয়াখালী) সদস্য, রিপন মাহমুদ (নতুনবাংলা টুয়েন্টিফোর) সদস্য।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please