4th, October, 2023, 11:22 pm

জাতীয় দলের কোচ নিযুক্ত হলেন টেডেস্কো

নিজস্ব প্রতিবেদক :  ডোমেনিকো টেডেস্কো বেলজিয়াম জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। আজ বুধবার ফেডারেশনের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। ইতালীতে জন্ম নেয়া ৩৭ বছর বয়সী টেডেস্কো রবার্তো মার্টিনেজের স্থলাভিষিক্ত হয়েছেন। কাতার বিশ্বকাপে বেলজিয়াম নক আউট পর্বে উঠতে ব্যর্থ হওয়ার পর পদত্যাগ করেছেন মার্টিনেজ। বেলজিয়ান ফুটবল ফেডারেশন (আরবিএফএ) জানায়, প্রথমিকভাবে জার্মানিতে অনুষ্ঠিতব্য ইউরো ২০২৪ টুর্নামেন্ট পর্যন্ত জাতীয় দলের দায়িত্ব পালনের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন টেডেস্কো।

কাতার বিশ্বকাপে রেড ডেভিলসরা গ্রুপ পর্বের বাঁধা টপকাতে না পারার হতাশা থেকে পদত্যাগ করেন স্প্যানিশ কোচ মার্টিনেজ। এর ফলে ইতি ঘটেছে দেশটির সোনালী প্রজন্মের। বেলজিয়ান ফেডারেশন জানায়, ‘টেডেস্কোর মিশন হচ্ছে রেড ডেভিলসদের ইউরো ২০২৪ আসরে কোয়ালিফাই করানো। যেটি অনুষ্ঠিত হবে জার্মানিতে। আগামী ২৪ মার্চ স্টকহোমে বাছাইপর্বের প্রথম ম্যাচে সুইডেনের মোকাবেলা করবে বেলজিয়াম।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please