নিজেস্ব প্রতিনিধি : সামাজিক কল্যাণমুখী কাজের কারণে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বেশ সুপরিচিত নাম জনছায়া। দেশের আনাচে কানাচে অসহায় দুঃস্থ মানুষের পাশে সব সময়ই থেকেছে জনছায়া। বন্যায় কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কিংবা বোহিঙ্গাদের জন্য ট্রাক বোঝাই খাবার নিয়ে হাজির হওয়া বা হঠাৎ করেই বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় খাবার ব্যবস্থা করা অথবা মাঝ রাতে খাবার নিয়ে নীরবে রাস্তার মানুষকে দেওয়া সব ভালো কাজে সব ধরনের সহযোগীতা নিয়ে সব সময় থাকে এই মানব কল্যাণ সংস্থা জনছায়। যারা জনছায়াকে চিনে তারা অনেকেই এই ভয়াবহ মহামারি করোনা ভাইরাসের কারণে সৃষ্টি পরিস্থিতিতে তাকিয়ে আছে জনছায়ার দিকে। তবে এই করোনা ইস্যুতে বসে নেই জনছায়া। গতকাল জনছায়ার অস্থায়ী কার্যালয়ে জনছায়ার উদ্দ্যোক্তা সাজিদ আহম্মেদ সুমন জানান এবার আমরা মিরপুরে অসহায় মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরণ করবো। আগামী ৪ঠা এপ্রিল থেকে আমরা এই বিতরণ কার্যক্রম শুরু করবো। সুমন আরো জানান এবার তাদের সাথে যুক্ত হয়েছে আরাব ট্রেড ইন্টারন্যাশনাল এর মালিক মোঃ সজীব। মোঃ সজীব বেশ বড় রকমের সহযোগীতা করছেন মানুষের সেবায় বলে জানান জনছায়ার উদ্দ্যোক্তা সুমন। এ বিষয়ে আরাব ট্রেড ইন্টারন্যাশনাল এর মালিক মোঃ সজীবের সাথে কথা হলে তিনি বলেন আসলে দেশের এই ক্রান্তিলগ্নে যদি আমরা পাশে না দাঁড়ায় তবে এই অসহায় দুঃস্থ মানুষের কি হাল হবে তা ভাবলেই শরীর শিউরে উঠে। আমি ছোট একটা ব্যবসা করি আমি আমার সবটুকু উজার করে হলেও এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমি অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করবো। তিনি জানান প্রাথমিক পর্যায়ে প্রতিটি পরিবার যাতে একটি সপ্তাহ চলতে পারে ঘরে থেকেই সেই মোতাবেক খাবার তাদের দেওয়া হবে। জনছায়ার জন্য নিবেদিত প্রাণ জামাল আহম্মেদ বলেন আমাদের পাশে অনেকেই এসছেন আর আমরাও আমাদের পক্ষ থেকে সর্বাত্তক ব্যবস্থা গ্রহন করেছি ইনশাল্লাহ অতীতের মতো এবারো জনছায়া অসহায় দুঃস্থ মানুষের পাশে থাকবে। জনছায়ার পক্ষ থেকে দেশের এই পরিস্থিতিতে সবাইকে অসহায় মানুষের পাশে থাকার আহবান জানান প্রতিষ্ঠানটির উদ্দ্যোক্তা সাজিদ আহম্মেদ সুমন। এছাড়া জনছায়ার নিঃস্বার্থ কর্মীদের পাশে পেতে বা জনছায়ার সাথে যুক্ত হতে একটি ফোন নাম্বার দেওয়া হয়েছে। জনছায়া হটলাইন – ০১৮১২-২৪৭০৮৯।